প্রভাত বর্ণনা মদনমোহন তর্কালঙ্কার

                                       ~প্রভাত বর্ণনা~
              ::মদনমোহন তর্কালঙ্কার ::
পাখি সব করে রব, রাত্রি পোহাইল।
কাননে কুসুম কলি ,সকলি ফুটিল ।।
রাখাল গরুর পাল, লয়ে যায় মাঠে।
শিশু গন দেয় মন, নিজ নিজ পাঠে।।
ফুটিল মালতি ফুল, সৌরভ ছুটিল।
পরিমল লোভে অলি, আসিয়া জুটিল।।
গগনে উঠিল রবি, লোহিত বরন।
আলোক পাইয়া লোক, পুলকিত মন।।
শীতল বাতাস বয়, জুড়ায় শরীর।
পাতায় পাতায় পড়ে, নিশির শিশির।।
উঠ শিশু মুখ ধোও, পড় নিজ বেশ।
আপন পাঠেতে মন,করহ নিবেশ।।~

Comments

Popular posts from this blog

🙏🙏মা✍️✍️

মামার বাড়ি জসীমউদ্দীন